প্রকাশিত: Wed, Aug 16, 2023 8:41 PM আপডেট: Sat, Dec 6, 2025 3:49 PM
[১]সৌদির আল হিলালের সঙ্গে চুক্তি সম্পন্ন নেইমারের
সাইদুর রহমান: [২] কয়েকদিন আগেই গুঞ্জন উঠেছিলো, আবারো বার্সেলোনাতে পাড়ি জমাচ্ছেন ব্রাজিলের বিশ্বনন্দিত তারকা ফুটবলার নেইমার জুনিয়র। পিএসজির দেওয়া প্রস্তাব অবশ্য ফিরিয়ে দেন বার্সার কোচ জাভি। এই সুযোগে পিএসজিকে বড় অঙ্কের প্রস্তাব দেয় সৌদি ক্লাব আল হিলাল। চুক্তির মাধ্যমে সবকিছু চূড়ান্ত হওয়ায় এখন সৌদি ফুটবল লিগে অভিষেকের অপেক্ষায় রয়েছেন নেইমার।
[৩] মঙ্গলবার বিশ্বের অন্যতম সেরা ফুটবলার নেইমারের সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে আল হিলাল।
[৪] সৌদি আরবে বছরে প্রায় ১৩০ মিলিয়ন ইউরো আয় করবেন নেইমার। পিএসজির চেয়ে যেটি প্রায় ছয় গুণ বেশি। দুই বছরের চুক্তিতে নেইমারকে দলে নেওয়া আল হিলাল এ মৌসুমে পিএসজির আরও দুই বড় তারকা ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে ও আর্জেন্টিনার লিওনেল মেসিকে দলে নিতে চেয়েছিল। যদিও মেসি চলে গেছেন যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে আর এমবাপ্পে থাকছেন পিএসজিতেই। সূত্র: আল হিলাল
[৫] এদিকে নেইমারকে আনুষ্ঠানিক বিদায় জানিয়েছে পিএসজিও। ক্লাবটির প্রধান নির্বাহী নাসের আল খেলাইফি তাদের অফিশিয়াল ওয়েবসাইটকে বলেছেন, নেইমারের মতো অসাধারণ ও বিশ্বের অন্যতম সেরা ফুটবলারকে বিদায় জানানো সবসময়ই কঠিন।
[৬] তিনি বলেন, আমি কোনোদিনও ভুলবো না যেদিন প্রথম সে পিএসজিতে এসেছিল আর ক্লাবে ও গত ছয় বছর ধরে আমাদের প্রজেক্টে যা অবদান রেখেছে। আমাদের দারুণ স্মৃতি আছে। নেইমার সবসময়ই আমাদের ক্লাবের বড় একটি ইতিহাস হয়ে থাকবে। আমি নেইমার ও তার পরিবারকে ধন্যবাদ জানাতে চাই। তার ভবিষ্যৎ ও পরবর্তী গন্তব্যের জন্য শুভ কামনা রইলো। সূত্র: স্কাইস্পোর্টস
[৭] ২০১৭ সালে রেকর্ড ট্রান্সফার ফিতে ২০০ মিলিয়নের বেশি ইউরোতে বার্সেলোনা থেকে নেইমারকে নিয়ে এসেছিল পিএসজি। শেষ তিনটি ট্রান্সফার উইন্ডোতেই এই ব্রাজিলিয়ানকে বিক্রি করতে চাইছিল ফ্রান্সের ক্লাবটি। আল হিলালের ৮৬ মিলিয়ন ইউরোর প্রস্তাব পেয়ে তারা তাই গ্রহণ করেছে। সম্পাদনা: তারিক আল বান্না
আরও সংবাদ
[১]অস্ট্রেলিয়ার কাছে বৃষ্টি আইনে ২৮ রানে হারলো বাংলাদেশ
[১]আজ বিশ্বকাপের সুপার এইটে ভারতের মুখোমুখি বাংলাদেশ
[১]ভয় কাটিয়ে জয় দক্ষিণ আফ্রিকার
[১]বিশ্বকাপ ক্রিকেটে আজ ভারত ও পাকিস্তান মহারণ
[১]বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডিতে টানা চতুর্থবার শিরোপা জিতলো বাংলাদেশ
[১]যুক্তরাষ্ট্রে আজ পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের [২]স্বাগতিকদের বিরুদ্ধে মুখোমুখি কানাডা
[১]অস্ট্রেলিয়ার কাছে বৃষ্টি আইনে ২৮ রানে হারলো বাংলাদেশ
[১]আজ বিশ্বকাপের সুপার এইটে ভারতের মুখোমুখি বাংলাদেশ
[১]ভয় কাটিয়ে জয় দক্ষিণ আফ্রিকার
[১]বিশ্বকাপ ক্রিকেটে আজ ভারত ও পাকিস্তান মহারণ
[১]বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডিতে টানা চতুর্থবার শিরোপা জিতলো বাংলাদেশ